প্রকৃত ঝুঁকিপূর্ণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণে প্রধান উপদেষ্টার নির্দেশ..

রহমান ইশতি  avatar   
রহমান ইশতি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নির্দেশে বরগুনায় ঝুঁকিপূর্ণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।..

বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলায় সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য প্রকৃত ঝুঁকিপূর্ণ স্থানগুলো বাছাই করতে সরেজমিনে যাচাই শুরু করেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রকৃত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হয়।

 

শনিবার (১১ অক্টোবর) বরগুনার আমতলী উপজেলার চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রস্তাবিত সাইক্লোন শেল্টারের স্থান পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। তার সাথে ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের একান্ত সচিব লে. কর্নেল মো. আব্দুল গাফফার (অব.), বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার এবং বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

 

ত্রাণ মন্ত্রণালয় জানায়, বরগুনার আমতলী উপজেলার চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়, চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয় এবং তালতলী উপজেলার পূর্ব কচুপাত্রা সালেহিয়া দাখিল মাদরাসায় বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব করা হয়েছে। সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রস্তাবিত স্থানগুলোর স্থাপনের উপযুক্ততা যাচাই করা হচ্ছে।

 

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “প্রধান উপদেষ্টার স্পষ্ট নির্দেশ— যাতে প্রকৃত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়েই সম্ভাব্য স্থান যাচাই করা হচ্ছে।” তিনি আরও জানান, এই শেল্টারগুলো শুধুমাত্র দুর্যোগকালীন সময়ে আশ্রয় প্রদানের উদ্দেশ্যে নয়, বরং স্থানীয় শিক্ষার্থী ও সমাজের অন্যান্য কার্যক্রমের জন্যও ব্যবহারযোগ্য হবে।

 

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, “দুর্যোগপ্রবণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীরাও স্থায়ী অবকাঠামোগত সুবিধা পাবে। সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত নির্মাণ কার্যক্রম শুরু হবে।” 

 

এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে। ভবিষ্যতে, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই ধরনের প্রকল্পগুলি দেশের অন্যান্য দুর্যোগপ্রবণ এলাকায়ও সম্প্রসারণের আশা করা হচ্ছে।

No comments found


News Card Generator