প্রখ্যাত আলেমেদ্বীন হাফেজ রুহুল আমিন আল কাদেরির নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
তাঁর অসমাপ্ত রাজনৈতিক কাজ সম্পন্নে সর্বস্তরের জনতার প্রতি আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রখ্যাত আলেমেদ্বীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি হাফেজ ক্বারি সৈয়দ মুহাম্মদ রুহুল আমিন আল কাদেরির নাগরিক স্মরণসভা।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া বিএম স্কয়ার কনভেনশন হলে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দিন হাছান।
বক্তারা বলেন,
> “রাঙ্গুনিয়া ও বৃহত্তর এলাকায় সুন্নিয়তের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় হাফেজ রুহুল আমিন আল কাদেরির অবদান অনন্য। তিনি আমৃত্যু সুন্নিয়তের রাজনৈতিক বিজয়ের জন্য সংগ্রাম করেছেন। তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
বক্তারা আরও বলেন, “মোমবাতি প্রতীকের রাজনৈতিক বিজয়ের মাধ্যমে রুহুল আমিন আল কাদেরির প্রতি হওয়া জুলুমের জবাব দেবে রাঙ্গুনিয়াবাসী।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ অসিউর রহমান আল কাদেরি।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইকবাল হাছান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, রাঙ্গুনিয়া বেতাগী আস্তানা দরবার শরীফের পীর মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, রাহাতিয়া নূরিয়া দরবার শরীফের পীর সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী, অধ্যক্ষ আল্লামা জরিফ আলী আরমান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন— বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক, অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, ড. অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আল কাদেরি, অধ্যাপক ইলিয়াস আহমদ নঈমী, শাহযাদা অধ্যাপক মাওলানা আবু নওশাদ নঈমী, কাজী আব্দুল হামিদ নঈমী, মাওলানা সাইফুদ্দিন আল কাদেরি প্রমুখ।
সভা পরিচালনা করেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ এমরান হোসাইন পেয়ারু এবং উপজেলা যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহ শাওন।
স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ করিম উদ্দীন নূরী।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মসজিদ-মাদরাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			