close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পৃথিবীর একাধিক দেশে অস্ত্র কারখানা বানিয়েছে ইরান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Former State Minister for Home Affairs Lutfozzaman Babar toured Netrokona’s haor with over fifty speedboats, engaging directly with locals. His release has sparked waves of joy across the region.

নেত্রকোনার হাওরে অর্ধশতাধিক স্পিডবোটে ঘুরে জনতার সঙ্গে সরাসরি কথা বললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তির পর হাওরাঞ্চলে বইছে আনন্দের জোয়ার।

নেত্রকোনার হাওরাঞ্চল শনিবার সকালে এক ভিন্ন দৃশ্যের সাক্ষী হলো। অর্ধশতাধিক স্পিডবোটে একে একে গ্রামের পর গ্রাম ছুঁয়ে যাচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। দীর্ঘদিন পর নিজের এলাকায় ফিরে আসা এই নেতাকে ঘিরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

হাওরের ঢেউয়ের মতোই উত্তাল ছিল জনতার ভিড়। বাবরকে এক নজর দেখার জন্য নদীপাড়ে, হাটে, বাজারে এবং ঘাটে হাজারো মানুষ ভিড় করে। এলাকার প্রবীণরা জানান, দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাভোগ শেষে তিনি মুক্তি পেয়েছেন। এখন আবারও তিনি যখন সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তখন হাওরাঞ্চলে যেন প্রাণ ফিরে এসেছে।

লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। এখানকার মানুষদের কাছে তিনি শুধু একজন রাজনীতিক নন, বরং একজন অভিভাবকস্বরূপ। স্থানীয়রা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলাসহ অসংখ্য অভিযোগে তাকে স্বৈরাচারী সরকার মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠিয়েছিল। কারাবাসে তিনি মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন সাজা পেয়েছিলেন। কিন্তু সব মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে ৫ আগস্টের পর তিনি মুক্ত হন। তার মুক্তির পর থেকেই হাওরাঞ্চলের মানুষ আনন্দে উল্লসিত।

তার আগমনে নেত্রকোনার ভাটি উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী পরিণত হয় উৎসবের নগরীতে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে দেখা যায় স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। শহর থেকে গ্রাম—সর্বত্রই তৈরি হয় নানা রঙের তোরণ, সাজানো হয় রাস্তাঘাট। চায়ের দোকান থেকে অফিস-আদালত, এমনকি মাঠঘাটেও বাবরকে ঘিরে আলোচনার ঝড় বইতে থাকে।

শনিবারের এই সফরে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নান তালুকদার, খালিয়াজুরি বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রব জুয়েলসহ আরও অনেকে। তাদের উপস্থিতিতে একপ্রকার মিনি রাজনৈতিক সমাবেশের রূপ নেয় হাওরাঞ্চল।

বিএনপি নেতা আবদুর রব জুয়েল বলেন, “লুৎফুজ্জামান বাবর শুক্রবার সকাল থেকে খালিয়াজুরি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সফর করছেন। মেন্দিপুর, চাকুয়া, গাজীপুর, নগর ও কৃষ্ণপুরসহ অন্তত ছয়টি ইউনিয়নের ৬৪টি গ্রামের মধ্যে ৪৩টির মানুষের সঙ্গে তিনি সরাসরি কুশল বিনিময় করেছেন। হাটে-বাজারে ছোট ছোট পথসভায় বক্তব্যও রেখেছেন।”

জানা গেছে, হাওরের প্রাকৃতিক পরিবেশে গ্রামগুলো পানিতে ঘেরা থাকায় এই সফরে মূল বাহন ছিল স্পিডবোট। অর্ধশতাধিক স্পিডবোট একসঙ্গে চলতে দেখে হাওরে জমে ওঠে উৎসবের আবহ। স্থানীয়রা বলেন, এত বড় বহরে কোনো রাজনৈতিক নেতাকে হাওর ভ্রমণ করতে দেখা যায়নি আগে।

মুক্তির পর জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের এই উদ্যোগকে অনেকেই ভবিষ্যতের রাজনীতির নতুন বার্তা হিসেবে দেখছেন। নেত্রকোনার সাধারণ মানুষ মনে করছে, হাওরের বুক থেকে শুরু হওয়া এই সফর হয়তো বাবরের রাজনৈতিক প্রত্যাবর্তনের এক নতুন সূচনা।

No comments found