পরীমণির মেয়ে আইসিউতে, ছেলে ও নায়িকার ১০৩ ডিগ্রি জ্বর

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Dhallywood actress Pori Moni is going through a tough time. Her daughter Safira is in the ICU, while both her son and Pori Moni are hospitalized with high fever.

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি এক কঠিন সময় পার করছেন। তার মেয়ে সাফিরা আইসিইউতে, ছেলে ও পরীমণি নিজে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বর্তমানে জীবনের এক কঠিন সময় অতিক্রম করছেন। একদিকে তিনি নিজেই ১০৩ ডিগ্রির জ্বরে ভুগছেন, অন্যদিকে তার কন্যা সাফিরা সুলতানা প্রিয়মকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। শুধু তাই নয়, তার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যও জ্বরে আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পরীমণি সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশ্যে উদ্বেগজনক এই খবর জানান। সেখানে তিনি লেখেন, “আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আর আমার নিজের ১০৩.৫ ডিগ্রি জ্বর, সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট।”

পরীমণি ও তার পরিবারের তিন সদস্য বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলেও এখনও জ্বর নিয়ন্ত্রণে আসেনি। শরীরে প্রচণ্ড দুর্বলতা ও ব্যথা রয়েছে। পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন সময় লাগতে পারে এবং হাসপাতালেই তাকে থাকতে হবে চিকিৎসকদের নজরদারিতে।

গত ১০ আগস্ট পরীমণির ছেলের তৃতীয় জন্মদিন ঘিরে একটি ছোট পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিচিতজনরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরীমণি ফেসবুকে ছেলের জ্বরের খবর দেন এবং থার্মোমিটারের ছবি শেয়ার করেন। ধারণা করা হচ্ছে, ওই অনুষ্ঠানেই কেউ ভাইরাস বহন করে নিয়ে আসায় পরীমণি ও তার পরিবার অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে পরীমণির ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, অসুস্থ হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। বিশেষ করে তার মেয়ের আইসিইউতে ভর্তি হওয়া তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন, নিয়মিত চিকিৎসা ও সঠিক পরিচর্যা পেলে সুস্থ হয়ে উঠবেন তারা।

ভক্তদের উদ্দেশ্যে পরীমণি দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, “এখন আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমার সন্তানেরা ও আমি ভয়ানক অসুস্থ। সবাই দোয়া করবেন।”

এই খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নায়িকার পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন। অনেকেই কমেন্টে লিখেছেন, “আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠুন—আল্লাহ আপনাদের সুস্থতা দান করুন।”

বর্তমানে পরীমণি, তার ছেলে ও মেয়েকে ঘিরে ঢাকাই সিনেমাপ্রেমীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। পরীমণির অসুস্থতার খবর শুধু ভক্তদেরই নয়, পুরো বিনোদন জগতকে নাড়া দিয়েছে। সবাই অপেক্ষায় আছেন, কবে প্রিয় নায়িকা আবার সম্পূর্ণ সুস্থ হয়ে পর্দায় ফিরবেন।

No comments found