চট্টগ্রামের আনোয়ারায় বৈরাগ প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে উপজেলার বৈরাগ পানির ট্যাংকি মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের আহবায়ক হারেছ আহমেদ হারেছ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদল নেতা ইসমাইল মেম্বার, কক্সবাজার জেলা আদালতের সহকারী জজ গিয়াস উদ্দিন, বিএনপি নেতা ফজলুল রহমান, মোহাম্মদ হোসেন, জানে আলম, শফিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য এম. মহিন উদ্দিন, উপজেলা মোটর চালক দলের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সদস্য মঞ্জুর, বৈরাগ শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জহির, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আবু সৈয়দ, যুবদল নেতা নিশান, বেলাল, মন্নান, আশরাফ প্রমুখ।
খেলায় বৈরাগ স্ট্রাইকার্সকে হারিয়ে বৈরাগ এএফসি জয়ী হয়। পরে অতিথিরা জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।