close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

প্রেমিকার বিয়ের খবরে ছুরিকাঘাত করে আত্যহতার চেষ্টা সাবেক ছাত্রলীগ নেতার..

Ratib Abrar avatar   
Ratib Abrar
সুনামগঞ্জ শহরে প্রেমিকার বিয়ের খবরে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করেছেন শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে হাছননগরে এক দোকানের সামনে প্রেমিকাকে ১০টির বেশি ছ..

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ প্রেমিকার বিয়ের খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে পেমিকাকে ছুরিকাঘাত করেছেন। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ পার্থকে রক্তাক্ত অবস্থায় আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

সঞ্জীবন চক্রবর্তী পার্থ শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নৌকাখালী গ্রামে। ২০২৪ সালের ৫ অগাস্টের  পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। প্রেমিকার বিয়ের খবর জানতে পেরে তিনি সুনামগঞ্জে ফিরে আসেন।

জানা যায়, সুনামগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ওই তরুণী তাঁর ভাবির সঙ্গে কেনাকাটা করতে গেলে পার্থ সেখানে হাজির হন। এক পর্যায়ে তিনি তরুণীকে দোকান থেকে বাইরে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন। আহত তরুণীর শরীরে অন্তত ১০টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পরিবার, যার মধ্যে কয়েকটি গভীর। তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর পার্থ সুনামগঞ্জের শহরতলীর ধোপাখালী শ্মশানঘাট এলাকায় পালিয়ে যান এবং সেখানে নিজের শরীরেও ছুরি চালান। পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে ওসমানী মেডিকেলে পাঠায়।

আহত তরুণীর স্বজনরা জানান, শাবিপ্রবিতে পড়ার সময় পার্থ ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের ইতি ঘটার পর তরুণী নতুন জীবনের সিদ্ধান্ত নেন, যা পার্থ মেনে নিতে পারেননি। বিয়ের খবরে ক্ষুব্ধ পার্থ তাঁকে কয়েকবার হুমকি দেন। কিন্তু বিষয়টি পরিবারকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান জানান, “ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে পার্থকে গ্রেপ্তার করি। তিনি ছুরিকাঘাতের পর আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।"

Hiçbir yorum bulunamadı


News Card Generator