প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। গত দুই দিনে আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও সিকিমে দুর্যোগজনিত ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বন্যার কবলে পড়েছে রাজ্যের ১৯টি জেলার ৭৬৪টি গ্রাম। রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলা। সেনাবাহিনী এখন পর্যন্ত প্রায় ১,৫০০ মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
ভূমিধসে ৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭ জন পূর্ব কামেং জেলায় এবং ২ জন জিরো ভ্যালিতে প্রাণ হারিয়েছেন।
বন্যা ও ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে ভারতের বিমানবাহিনী ও আসাম রাইফেলসের সদস্যদের।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে উত্তর-পূর্ব রাজ্যগুলোতে। জারি করা হয়েছে সতর্কতা।
সূত্র: NDTV