close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ট্রাইবুনাল গঠনের দাবি—নিউইয়র্কে এইচআরপিবি'র সেমিনারে..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি, 
নিউইয়র্ক, ১১ মে:

 


প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় একটি কার্যকর আইনি কাঠামো গঠনের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ন সেমিনার। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর উদ্যোগে বাংলাদেশ প্লাজার জ্যাকসন হাইটসে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসীদের অধিকারের বিষয়ে জোরালো দাবি তোলে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, "বিদেশে বসবাসরত অনেক বাংলাদেশি দেশে এলে হয়রানি ও অধিকার লঙ্ঘনের শিকার হন। আইনি দীর্ঘসূত্রিতা ও কাঠামোর অভাবে তাদের প্রতিকার পাওয়া কঠিন হয়ে পড়ে। এজন্য প্রবাসী ট্রাইবুনাল গঠন এখন সময়ের দাবি।"

তিনি আরও বলেন, "নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দূতাবাসে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন সম্ভব।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। সভাপতিত্ব করেন এইচআরপিবি নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট ম. জাকির মিয়া। যৌথ সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট সাঈদ মইন উদ্দিন জুনেল ও আব্দুর রহমান কিবরিয়া।

সেমিনারে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এম. এ. রশিদ, রিমন ইসলাম, হেলাল মাহমুদ, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, ইসমাইল খান আনসারী, খুরশিদ আনোয়ার বাবলু, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আলতাফ হোসেন, মীর মশিউর রহমানসহ অনেকে।

অনুষ্ঠান শেষে ২০২৫-২০২৭ সালের জন্য এইচআরপিবি নিউইয়র্ক শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটি:

সভাপতি: অ্যাডভোকেট ম. জাকির মিয়া

সহ-সভাপতি: অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম

সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট সাঈদ মইন উদ্দিন জুনেল

সহ-সম্পাদক: অ্যাডভোকেট ইব্রাহিম লুদী

সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট আব্দুর রশিদ

প্রচার সম্পাদক: রিনা আবেদিন

আইন সম্পাদক: অ্যাডভোকেট তাহমিদা আক্তার সুইটি

কোষাধ্যক্ষ: আক্তারুর রহমান মামুন

কার্যকরী সদস্যবৃন্দ: আব্দুর রহমান কিবরিয়া, অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মহিউদ্দিন, অ্যাডভোকেট জয় আচার্য, অ্যাডভোকেট আজাদ আলী, আবুল কাশেম রাজু, অ্যাডভোকেট কুদরাতুন্নেসা, আজাদ আলী শিপু ও আলতাফ হুসেইন।


সেমিনার শেষে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়।

 

Geen reacties gevonden