পর্ব ১: নৈরাজ্যের শুরু – শৃঙ্খলার অবসান
১০০ ফিট রোড: একসময়ের পরিচ্ছন্ন সড়ক আজ শহরের বিশৃঙ্খলার প্রতিচ্ছবি _ ছবিঃ লেখক
সুমন হাওলাদার
ঢাকা | ৩০ এপ্রিল ২০২৫
এক সময়ের প্রশস্ত পথ, আজ দখলদারিত্বের কারাগার
ভাটারা থানার পাশ দিয়ে বয়ে যাওয়া ‘১০০ ফিট রোড’ একসময় ছিল পরিচ্ছন্নতা ও গতির প্রতীক। এখন সেটিই রূপ নিয়েছে দখল, যানজট ও বিশৃঙ্খলার কেন্দ্রস্থলে।
যেখানে শৃঙ্খলা রক্ষার কথা, সেখানেই নীরব দর্শক প্রশাসন
থানার পাশেই শুরু নৈরাজ্যের। হকার, রিকশা আর যাত্রীবাহী গাড়ির দখলে সড়কের দুই পাশ। অথচ প্রশাসনের চোখে নেই কোনো পদক্ষেপ, নেই কোনো প্রতিরোধ।
নিয়ম নয়, চলছে ‘নিজের মতো’ সিস্টেম
সড়কের বিভিন্ন অংশ ভাগ হয়ে গেছে নিজস্ব ‘জোনে’—রিকশা, বাস, দোকান ও অবৈধ গ্যারেজে। পথচারীরা সেখানে দ্বিতীয় শ্রেণির নাগরিক মাত্র।
নাগরিকদের কণ্ঠে ক্ষোভ, ভোগান্তি ও হতাশা
“সকাল ৮টা মানেই নরক যাত্রা”—অফিসযাত্রী রিশাদের মতো বহু মানুষ এই রোডে প্রতিদিন ভোগেন অসহনীয় ভোগান্তি। পথচারী নাজমা বেগম বলেন, “ফুটপাত নেই, রাস্তা দোকানে ভরা। পুলিশ দেখেও কিছু করে না।”
এই কেবল একটি রাস্তা নয়, একটি ব্যর্থতার প্রতিচ্ছবি
১০০ ফিট রোডের এই চিত্র শুধু যানজটের নয়, বরং এটি একটি বৃহৎ প্রশাসনিক ও নৈতিক পরাজয়ের বহিঃপ্রকাশ—যেখানে নীতিনির্ধারকরা ব্যর্থ, আর নাগরিকেরা বন্দি।
শেষ প্রশ্ন: ভাটারার এই রোড কি ব্যতিক্রম, নাকি ভবিষ্যতের শহরের প্রতিচ্ছবি?
এই বিশৃঙ্খলা কি কেবল একটি এলাকার দুর্দশা, নাকি এটি গোটা নগর ব্যবস্থার দিক নির্দেশ করে?
[চলবে...]