প্রাইভেট স্কুল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ট্যালেন্ট স্কলারশীপ ২০২৪ সনদপত্র বিতরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
(২৬ এপ্রিল) শনিবার দুপুরে কুষ্টিয়া ব্লুবার্ড ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা মাহমুদ।
অনুষ্ঠানে শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা ইশা হক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জালাল খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল, জিনিয়াস ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক বাবুল হোসেন, ক্যাডেট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক নাসরিন তানজিমা, আলিফ একাডেমির প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে অনুষ্ঠিত ট্যালেন্ট স্কলারশীপ পরীক্ষায় মোট ৭৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ট্যালেন্টপুলে ৪৩ জন, সাধারণে ৮৮ জন এবং বিশেষ গ্রেডে ৬২ জনসহ সর্বমোট ১৯৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল।



















