আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড় জেলার ২টি সংসদীয় আসনে প্রার্থী হতে পারেন জাতীয় নাগরিক পার্টির সারজিস আলম ও শিশির আসাদ।
আজ বুধবার (১৬ এপ্রিল ) এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় একাধিক নেতাকর্মী।
দুইটি আসনের প্রার্থী হতে পারেন পঞ্চগড়-১ (সদর,তেঁতুলিয়া ও আটোয়ারী) আসন থেকে ২৪ গনঅভ্যুত্থানের অন্যতম নায়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, পঞ্চগড়-২ (বোদা, দেবীগঞ্জ ) থেকে জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় জেলার অন্যতম সংগঠক শিশির আসাদ।
এ দিকে ২টি আসনে এই দুই প্রার্থীকে নিয়ে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে।