close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পলাশে ছাত্রদলের মিছিলে গুলি বর্ষণ মামলায় জেলা বিএনপি নেতা জুয়েল গ্রেপ্তার..

Gourob Shaha avatar   
Gourob Shaha
****

গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি, আই নিউজ বিডি:

নরসিংদীর পলাশে ছাত্রদলের মিছিলে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ফজলুল কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে। তিনি বর্তমানে নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৫ জুন) সন্ধ্যায় ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড মোড়ে পলাশ উপজেলা ছাত্রদলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হন। এছাড়া পুলিশসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

 

এ ঘটনায় ওই রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০–৫০ জনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

ট্যাগসমূহ:

 

#নরসিংদী

#পলাশ

#ছাত্রদল

#বিএনপি

#জেলা_বিএনপি

#ফজলুল_কবির_জুয়েল

#গুলিবর্ষণ

#রাজনীতি

#পুলিশ_অভিযান

#ঘোড়াশাল

#আইনশৃঙ্খলা

#বাংলাদেশ_রাজনীতি

#আটক

#আই_নিউজ_বিডি

没有找到评论