কবি আহসান হাবীব ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান পিরোজপুর জেলার শংকরপাশা গ্রাম। তিনি ছিলেন একজন সাহিত্যিকও।
তিনি কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, প্রবন্ধ-নিবন্ধ, ছোটদের ছড়া ও কবিতা মিলিয়ে সর্বমোট ২৫ টি বই রচনা/প্রকাশ করেন। তিনি ১৯৭৮ সালে দেশের ২য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা "একুশে পদক"-এ ভূষিত হন এবং ১৯৯৪ সালে মরনোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা "স্বাধীনতা পুরস্কার"-এর মাধ্যমে তাঁকে সম্মানিত করা হয়।
আহসান হাবীব মূলত কবি হিসেবেই সর্বাধিক পরিচিত। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো- ১. রাত্রিশেষ, ২. ছায়াহরিন, ৩. সারা দুপুর, ৪. মেঘ বলে চৈত্রে যাব, ৫. দু'হাতে দুই আদিম পাথর, ৬. বিদীর্ণ দর্পণে মুখ, ৭. সোনার বাংলা ইত্যাদি।
১৯৮৫ সালের ১০ জুলাই কবি আহসান হাবীব ৬৮ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন।