পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কলেজছাত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি পালিত মায়ের বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। অটোরিকশায় ওঠার পর চারজন অজ্ঞাত যুবক তাকে উপজেলার বাদুরা গ্রামে নির্জন বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। পরে আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইকের চালকও তাকে ধর্ষণ করেন।
ছাত্রীটি আরও জানিয়েছেন, তার বাবা-মা মৃত। ছোটবেলা থেকেই তিনি শংকরপাশা গ্রামে পালিত মায়ের সঙ্গে থাকেন। সম্প্রতি ঢাকার কলেজ থেকে শংকরপাশায় এসেছেন।
পুলিশ সুপার জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে ।