জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করেছে।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ছোটবেলা থেকেই তিনি পালিতা মায়ের কাছে শংকরপাশায় থাকেন। তার পিতা-মাতা দুজনেই মারা গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি বাড়িতে ফেরার জন্য রাস্তার পাশে অটোরিকশার অপেক্ষা করছিলেন। এসময় একটি ইজিবাইকে থাকা চার যুবক তাকে জোর করে তুলে নেয়। পরে উপজেলার বাদুরা গ্রামের একটি নির্জন বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই ইজিবাইক চালক আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।
পরদিন বুধবার (২৭ আগস্ট) দুপুরে স্থানীয় এক ব্যক্তি অসুস্থ অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।