শুক্রবার (২৯ আগস্ট) সকালে ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম মো. রেজাউল কবির ঝন্টু খলিফা (৫০) তিনি উত্তর শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একই এলাকার রুবেল খান প্রতিবেশী আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে কয়েকটি নারিকেল পাড়েন। বিষয়টি নিয়ে হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় জানান এবং ঝন্টুকেও অবহিত করেন। পরে ঝন্টু রুবেলকে নারিকেল ফেরত দিতে বললেও তিনি তা মানতে অস্বীকৃতি জানান। শুক্রবার সকালে ঝন্টু মাসুদ রানাদের বাড়ির সামনে গেলে সেখানে রুবেলের মুখোমুখি হন। এ সময় রুবেল হঠাৎ ধারালো চাকু দিয়ে তাকে কয়েক দফা আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ওসি মো: জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy