দুষ্কৃতিকারীদের হামলা, টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। তারা পাঠদান বন্ধ রেখে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন।
অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলার ঘটনা শিক্ষা সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগজনক। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে পিরোজপুর সরকারি মহিলা কলেজের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
পিরোজপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত..


Tidak ada komentar yang ditemukan