close

লাইক দিন পয়েন্ট জিতুন!

‎পিরোজপুরে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে সোমবার সকালে (২০ অক্টোবর) একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

‎র‌্যালিটি সার্কিট হাউজের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

‎অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।

‎অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মাসুম মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ।

‎বক্তারা পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উন্নয়নের ভিত্তি। সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির জন্য পরিসংখ্যানের ব্যবহার আরও সম্প্রসারিত করার আহ্বান জানান তারা।

Inga kommentarer hittades


News Card Generator