নানা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) সকালে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সভায় জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ ৬টি উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এ দল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শক্ত ভরসাস্থল। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন উদ্দীপনায় সংগঠনকে গতিশীল করার অঙ্গীকারের দিন।
এসময় বক্তারা সকল নেতাকর্মীকে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
পিরোজপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত..


Không có bình luận nào được tìm thấy