পিরোজপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে..

শেখ মুজিবুর রহমানের ছবি টানানো নিয়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় বিএনপি নেতারা দাবি করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে দল নিরপেক্ষ পরিবেশ থাকা উচিত হলেও এখানে এককভাবে একটি রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি রাখা হয়েছে, যা পক্ষপাতের ইঙ্গিত দেয়।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী সরকারের পতনের পর নেছারাবাদ উপজেলার অধিকাংশ সরকারি-বেসরকারি দপ্তরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি আর দেখা যাচ্ছে না। তবে ব্যতিক্রম রয়ে গেছে সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে এখনও অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি টানানো রয়েছে।

নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন, ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একতরফাভাবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানাতে বাধ্য করেছে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল এটা অস্বীকার করা যায় না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল কবির জানান, আমরা একাধিকবার প্রধান শিক্ষিকাকে ছবিটি সরানোর অনুরোধ করেছি। কিন্তু তিনি তাতে সাড়া দেননি। একজন সহকারী শিক্ষক হিসেবে আমার পক্ষে একা কিছু করা সম্ভব নয়।

অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শামীমা ইয়াছমিন বলেন, আমার বাবা মইনুদ্দিন মাস্টার একজন বীর মুক্তিযুদ্ধা আমি ছবি নামাবো না, কেউ যদি অপসারণ করে সেটা তাদের ব্যাপার। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ের ধারণ করি ও ভালোবাসি। তার অপমান কখনোই চাইবো না।

বিষয়টি নিয়ে নেছারাবাদ উপজেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানানো বাধ্যতামূলক। ছবি সরানোর কোন প্রজ্ঞাপন নেই। যদি কেউ এ নিয়ে অসন্তুষ্ট হন, তাহলে যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে আপত্তি জানাতে পারেন।

没有找到评论