পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার..

Md Azim Hossen avatar   
Md Azim Hossen
****

পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়, যেখানে চাঁন মিয়া মাঝিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগের সরকারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আওয়ামী কৃষক লীগের পিরোজপুর জেলা সভাপতি চাঁন মিয়া মাঝির নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী বিএনপি প্রার্থী শামীম বিন সাঈদী’র পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য জহিরুল ইসলাম কলিমকে হুমকি ও হামলা চালায়।

 

পরবর্তীতে, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর বিকেলে, চাঁন মিয়া মাঝির নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী জহিরুল ইসলাম কলিমের বাড়িতে হামলা চালায় গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বাড়ির মালামাল লুটপাট করে। তারা কলিমের বৃদ্ধ মায়ের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনায় জহিরুল ইসলাম কলিম পরিবারসহ ঢাকায় চলে যান।পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানায়, ২০১৮ সালের ঘটনায় মামলার পর চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator