শুক্রবার (২৫ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটি ঘোষণা দেয়, ৪৬ বছর বয়সী পিরলো দুবাইভিত্তিক এই ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন।
দুবাই ইউনাইটেড নামেও পরিচিত ক্লাবটির সভাপতি ইলি সেবানু বলেন, “আমরা পিরলোকে ইউনাইটেড এফসি পরিবারের অংশ হিসেবে পেয়ে গর্বিত। তার অভিজ্ঞতা এবং দূরদর্শিতা আমাদের দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”
২০০৬ সালের বিশ্বকাপজয়ী ইতালি দলের অন্যতম স্তম্ভ ছিলেন পিরলো। খেলোয়াড়ি জীবন শেষ করে ২০১৭ সালে তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন। এর মধ্যে তিনি ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, তুরস্কের ফাতিহ কারাগুমরুক এবং সর্বশেষ সিরি বি ক্লাব সাম্পদোরিয়ার কোচের দায়িত্ব পালন করেন।
সাম্পদোরিয়ার দায়িত্ব ছাড়ার পর প্রায় ১১ মাস ফুটবল থেকে দূরে ছিলেন পিরলো। অবশেষে আবার কোচিংয়ে ফিরলেন তিনি—এবার আরব আমিরাতের ইউনাইটেড এফসির ডাগআউটে।