পীরগঞ্জে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে ২ যুবককে বিনাশ্রম কারাদণ্ড
মো: আসাদুজ্জামান পীরগঞ্জ
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও পীরগঞ্জে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (7 নভেম্বর) রাতে এই দণ্ড দেন পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইসফাকুল ইসলাম ।
দণ্ডপ্রাপ্ত আসামি দুইজন হলেন রাকিব
ও ডেনি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদক কারবারী রাকিবের ৬ মাসের জেল
ও মাদক সেবনকারী ড্যানির ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক কারবারি রাকিব, মধ্য বীরহলি গ্রামের আলালের ছেলে ও একই গ্রামের মাদক সেবনকারী ড্যানি।
স্থানীয়রা জানায় বেশ কিছুদিন ধরে রাকিব ও ড্যানি টেপেনটা ট্যাবলেটের সেবন ও ব্যবসা ক
করে আসছিল।
স্থানীয় লোকজন বাধা দিলে তাদের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, পরে বিষয়টা এলাকায় জানাজানি হলে সাধারণ মানুষ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
এই নিয়ে এলাকায় যেন কোনো মাদক সেবনকারী ও কারবারীদেরা পরিবারের লোকজনের সাথে বাকবি দ্বন্দ্ব চলে।
মাদক সেবন ও মাদক কারবারীদের প্রতিবাদ করতে গিয়ে দুজনকে আহত হয়েছেন
পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করা হয়, বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এদিকে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শুক্রবার রাতে, মধ্য বীরহলি গ্রামে
এসময় ভারতীয় নিষিদ্ধ টপএন্টা ট্যাবলেটসহ
দুজনকে আটক করে।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় রাকিব কে, ড্যানি ৩ মাসের কারাদণ্ড দেয ভ্রাম্যমান আদাল। পরে তাকে পীরগঞ্জ থানা হাজতে পাঠানো হয়।



















