close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পীযূষ দাসের আহ্বান: ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত, বাংলাদেশ হিন্দু মহাসংঘের সতর্কবার্তা..

Gourob Shaha avatar   
Gourob Shaha
****

Eye News BD প্রতিবেদক: গৌরব সাহা

 

বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ভারত ও পাকিস্তান পরস্পরের প্রতি বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।

 

এই প্রেক্ষাপটে বাংলাদেশ হিন্দু মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি পীযূষ দাস একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "সকল সনাতনী সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি—ভারত এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য বা মতামত থেকে বিরত থাকুন।" পাশাপাশি দেশের অন্যান্য সম্প্রদায়ের মানুষদের প্রতিও তিনি অনুরোধ জানান, যাতে ভারত-পাকিস্তানের বিষয় নিয়ে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়।

তিনি আরও বলেন, "ভারত এবং পাকিস্তানের মধ্যকার বিষয় নিয়ে যেন এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো প্রকার ক্ষতি না হয়, সেটা সবাইকে খেয়াল রাখতে হবে। এই দেশ আমাদের সকলের। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সোনার বাংলা গড়ে তুলবো।"

 

রিপোর্ট: গৌরব সাহা | Eye News B

没有找到评论


News Card Generator