পেকুয়ায় আওয়ামী লীগ নেতা খায়রুল এনাম গ্রেফতার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কক্সবাজারের পেকুয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল এনামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।..

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পেকুয়া থানার একটি বিশেষ দল উপজেলার মগনামার মহুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতারকৃত খায়রুল এনাম মৃত নুরুল আনোয়ারের ছেলে এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, খায়রুল এনামের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়, পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের পর খায়রুল এনামকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

No comments found