এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ :
বৈরী আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে পৌনে ৪ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে দুপুর সাড়ে ৩ টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।



















