লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে আবারো নারী শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত গভীররাতে বৃষ্টির মধ্যে ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশইন হওয়া ব্যক্তিদের বাড়ি ভারতের গুজরাটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ধবলসতী ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের টহলকারী দল রাত আনুমানিক ২টার সময় পুশইন হওয়াদের আটক করে। বর্তমানে পাটগ্রাম থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আটককৃতদের মধ্যে ২জন শিশু ৩ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে।
৬১বিজিবি ধবলসতী ক্যাম্প সুবেদার আনজারুল হক জানান, পুশইন হওয়াদের পাটগ্রাম থানায় হস্তান্তর করার জন্য পাঠানো হয়েছে।