শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল '২৫) জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান চত্বরে রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক (অবঃ) আব্দুর রাজ্জাক ঢালীর সভাপতিত্বে পারুলগাছা এলাকার গন্যমান্য ব্যাক্তি ও ঈদগাহের মুসুল্লীদের সরব উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিষ্ণুপুর ইউপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জিএম রফিকুল ইসলামকে সভাপতি, নলতার কাজলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শওকত হোসাইনকে সেক্রেটারি ও মাওলনা জিএম নজরুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল মান্নান, মাওঃ আব্দুর সবুর, আলহাজ্ব ইদ্রিস আলী হাজারী, মাওঃ ইউনুছ আলী, আলহাজ্ব আব্দুর রশিদ হাজারী, মাওঃ রুহুল আমিন, আব্দুল হান্নান মোড়ল, জিএম মারুফ বিল্লাহ, সাইফুল ইসলাম মোড়ল, আব্দুল জলিল মোড়ল, মেহেদী হাসান বাবু, নাসির উদ্দীন হাজারী প্রমুখ। প্রায় শতাধিক মুসুল্লী ও গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			