close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পাঁক ভারত যুদ্ধের কারনে বন্ধ হলো ভারতের IPL

Borhan Kabir avatar   
Borhan Kabir
ভারত পাকিস্তানের একে আপরের সামরিক পাল্টাপাল্টি হামলার কারনে,অনিদিষ্ট কালের জন্য বন্দ ঘোষনা আইপিএল ক্রিকেট।
প্রতিনিধি : মো: বোরহান উদ্দীন..

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জেরে আইপিএল ২০২৫ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিসিআই। ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন খেলা বন্ধ করে পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, বাকি ১২টি গ্রুপ ম্যাচ ও প্লে-অফও স্থগিত। ধর্মশালা ও আশপাশের বিমানবন্দর বন্ধ থাকায় খেলোয়াড়দের বিশেষ ট্রেনে দিল্লি আনা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সূচি ঘোষণা করা হতে পারে। কাশ্মীরে হামলার জবাবে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বহন করছে। দুই পক্ষ সমযোতায় না আসলে,যে কোন সময়  হয়ে যেতে পারে বড় ধরনের বিপর্যয়।

Geen reacties gevonden