বাংলাদেশের উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলার রাতের অন্ধকারে মজিদ (৩৩) ব্যক্তি আব্দুল হালিমের বাড়িতে মডার শিল্প থেকে কারণ শখ খেয়ে মৃত্যুবরণ করেছে। রাতের অন্ধকারে মজরে লাইন খুলতে গিয়ে কারেন্টের শক খায় সে এবং সেখানে প্রাণ হারান। স্থানীয় তথ্য জানা গেছে সে একজন পেশাদার চোর ছিলেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
No se encontraron comentarios