close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পাঙ্গাসিয়া খালে ভেসে উঠল সোহেলের লাশ

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমতলা ইউনিয়নের ভাঙ্গা গ্রামে নিখোঁজ সোহেলের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ২৬ তারিখ রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। অবশেষে আজ শুক্রবার (২৯..

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমতলা ইউনিয়নের ভাঙ্গা গ্রামে পাঙ্গাসিয়া খালে অজ্ঞাত লাশ ভেসে উঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ২৭ তারিখ (মঙ্গলবার) রাত থেকে নিখোঁজ ছিলেন ভাঙ্গা গ্রামের দেলোয়ার প্যাদার ছেলে- সোহেল (৩১) নামের এক ব্যক্তি। পরিবার পক্ষ থেকে সর্বত্র খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে, জানা যায় মাঝে মাঝে ২-৪ দিন সোহেল নিখোঁজ থাকতো, পরিবার ভাবতো হয়তো কোথাও আছে, ফিরে আসবে। কিন্তু সে যে লাশ হয়ে ফিরবে এটা কেউ ভাবেনি।

আজ শুক্রবার (২৯ তারিখ) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে খালের কচুরি পানার মাঝখান থেকে তার লাশ ভেসে ওঠে। পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল রাত্রে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি তিনি। শুক্রবার সকালে মাছ ধরার উপকরণ সহ পানার ভিতরে একটি লাশ দেখতে পায়।  স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এদিকে হঠাৎ লাশ ভেসে ওঠায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Ingen kommentarer fundet