close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন..

জবাব চাই avatar   
জবাব চাই
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

প্রতি বছরের মতো এবারও পাঁচবিবি শিক্ষার্থী সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।..

 

 

 

 

শুক্রবার সকালে পৌর শহরের লাঙ্গলহাটিতে সমিতির নিজস্ব অফিস প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি আবু রায়হান মুকুল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা কৃষিবিদ আজমল হোসেন মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজু, উপদেষ্টা রেদওয়ানুল হক রাজু, বিচারক মো. আব্দুল হাই, মো. মশিউর রহমান, ভাস্কর ও কণ্ঠশিল্পী এম আই মিঠু, মো. মাহবুব রহমান, প্রভাষক শিপ্রা সরকার, মো. এনতাজ মণ্ডল, সাবেক কার্যকরী কমিটির সহ-সভাপতি ফিরোজ হোসেন ফাইন, মেহেদী হাসান, সহ-সভাপতি আখের আউয়াল, সাধারণ সম্পাদক বিকি কুমার, মাহফুজা রাহাত, রায়হান হোসেন রিংকু, সাদিয়া আহমেদ দীপ্তি ও জাকারিয়া ইসলাম প্রমুখ।

 

বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। দেশপ্রেম জাগ্রত করে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।

 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার হিসেবে বার্ষিক প্রকাশনা "প্রবাহ", নতুন বছরের ক্যালেন্ডার, ক্রেস্ট ও মুক্তিযুদ্ধবিষয়ক বই প্রদান করা হয়।

 

উল্লেখ্য, জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী সংগঠন "শিক্ষার্থী সমিতি, পাঁচবিবি" ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন শিক্ষার্থীদের উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator