close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের র‍‍্যালী ও আলোচনা সভা

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
****

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২০ আগষ্ট/২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫'তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে র‍‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বুধবার বিকালে পাঁচবিবি স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র‍‍্যালী সহকারে দলীয় নেতাকর্মীরা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সভায় যোগ দেয়। পরে দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ আলমগীর হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ আবু তাহের, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, সদস্য প্রভাষক মোঃ আহসান হাবিব সাংবাদিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবীর, সদস্য সচিব মোঃ রানা হোসেন রাব্বি, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জনাবুর রহমান জনি, বর্তমান কমিটির আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব এম এ নাহিদ, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রাফিউল ইসলাম রকি, যুবদল নেতা আনিছ, নয়ন, মামুন, মিজান, সাব্বির, মহিপুর কলেজ ছাত্রদলের সম্পাদক মোঃ সাকিব হোসেন,  উপজেলার ৮ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

لم يتم العثور على تعليقات