close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সাধারণসভা অনুষ্ঠিত..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
****

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫ টায় আবেদ আলী মোড়ে উন্মুক্ত পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোজাহার আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (পাঁচবিবি-সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে। এ পরিস্থিতিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জামায়াতে ইসলামী মাঠে নেমেছে। জনগণের শক্তিই হলো পরিবর্তনের মূল চালিকাশক্তি। আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনশাআল্লাহ দেশে ন্যায়-ভিত্তিক সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, “আমরা উন্নত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর। এ জন্য জনগণের দোয়া, সহযোগিতা ও সক্রিয় সমর্থন প্রয়োজন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

তারা বলেন,জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে জামায়াত সবসময় জনগণের পাশে থেকেছে। এই দুঃসময়ে দাড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায় ও পরিবর্তনের অঙ্গীকার। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, ইউনিয়ন সেক্রেটারী ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি