পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া বাজার উন্নয়ন কমিটির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠান হচ্ছে আজ।
শনিবার সকাল ৮ টা থেকে চাঁনাপাড়া বাজারের অগ্রণী ব্যাংকের নিচ তলায় এ ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৩ তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে এ ভোট গ্রহণ।
নির্বাচনে ১৫টি পদের মধ্য শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক ২ টি পদের বিপরীতে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলো সভাপতি পদে মোশাররফ হোসেন (চেয়ার), দেলোয়ার হোসেন মন্ডল (ছাতা) ও দেলোয়ার হোসেন (আনারস) এবং সাধারণ সম্পাদক পদে মুনসুর রহমান (মোড়গ) ও আলম হোসেন সরদকর (ফুটবল) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ৩ বছরের জন্য চাঁনপাড়া বাজার উন্নয়ন কমিটির নেতৃত্ব নির্বাচনে ২শ ৮৭ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগাঠনিক সম্পাদক পদে সোহেল রানা, কোষাধ্যক্ষ পদে পাশা, প্রচার সম্পাদক পদে শাহিনুর ইসলাম শাহিন।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দ্বায়িত্ব পালন করেন শিরট্টি মহা বিদ্যালয়ের অধ্যক্ষ শাহজাহান আলী।