পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও বেসরকারি বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলার কুসুম্বা বোর্ড ঘরস্থ চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এক আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আবু রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১
(সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আজকের এই শিশুরাই আমাদের আগামী দিনের সোনালী ভবিষ্যৎ। তাদের আদর, যত্ন ও সঠিক শিক্ষা দিয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক মায়েদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। তাই অভিভাবকদের আরও দায়িত্বশীল হয়ে সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন,গ্রামগঞ্জের সাধারণ মানুষ যদি শিক্ষার আলোয় আলোকিত হয় তবে জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজকের এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজকে নেতৃত্ব দেবে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন,অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ত্যাগ ছাড়া কোন শিক্ষার্থী সফল হতে পারে না। এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।"
আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ মোমেনা।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যাপক আবু রায়হান, চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলের উপদেষ্টা আবু কালাম আজাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২৪ সালের জয়পুরহাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অধীনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক মিলনমেলায় পরিণত হয়।