পাকিস্তানে আটক BSF জওয়ান উত্তেজনা তুঙ্গে।

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
****

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত : ০৭: ৪৭ পিএম,  ২৪ এপ্রিল ২০২৫

পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান। পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরোতেই আটক হলেন তিনি। ওই জওয়ানকে ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে ভারত। জানা যাচ্ছে, ভুল করে সীমান্ত পেরিয়েছিলেন ওই জওয়ান। তিনি পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা বলে জানা যাচ্ছে। 

No comments found