close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পাইকগাছার কপিলমুনিতে মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
দক্ষিণ খুলনার পাইকগাছার কপিলমুনিতে আগামী বুধবার বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। মাহফিলে ভারত-বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক বক্তা হযরত মাওলানা আবুল কালাম আজাদ ও অন্যান্য..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

দক্ষিন খুলনার পাইকগাছার কপিলমুনির নগর শ্রীরামপুরে আগামী বুধবার (৭মে '২৫) বাদ মাগরিব বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন ‍করা হয়েছে। 

নগর শ্রীরামপুর বায়তুল মা'মুর জামে মসজিদ ও ইকরা একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিতব‍্য এই বাৎসরিক মাহফিলে ওয়াজ করবেন ভারত-বাংলাদেশের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা, ফুরফুরা সিলসিলার সুপ্রসিদ্ধ ওয়াজে বসিরহাটের হযরত মাওলানা আবুল কালাম আজাদ।

সভাপতিত্ব করবেন, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) চেয়ারম‍্যান, বাংলাদশ সরকারী কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। 

প্রধান অতিথি থাকবেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, আমন্ত্রিত সম্মানিত অতিথি থাকবেন, খুলনা মহানগর দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার। 

বিশেষ অতিথি থাকবেন, কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হান্নান প্রমুখ। 

কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নবাসীর ব‍্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্টিত হবে নগর শ্রীরামপুর বায়তুল মা'মুর জামে মসজিদ প্রাঙ্গনে। এই মাহফিলে মহিলাদের বসার জন‍্য সুবন্দোবস্ত করা হয়েছে।

এদিকে এই বহু কাংখিত মাহফিল ঘিরে সাজসাজ রব চলছে। বিজ্ঞাপনের কন্ঠরাজ নাজমুল হুসাইনের কন্ঠে রেকর্ডকৃত মাহফিলের প্রচারনা ৫টি মাইকে পাইকগাছা-কয়রা এলাকায় প্রচার করা হচ্ছে।

कोई टिप्पणी नहीं मिली