পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন আলাল সরদারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন।
তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের উপর নির্যাতন, হয়রানি, একাধিক অস্ত্র ও হত্যা মামলার অভিযোগ রয়েছে। এছাড়া, চরমপন্থি গোষ্ঠীর সহায়তায় এলাকায় প্রভাব বিস্তার, এবং বেশ কয়েকটি হত্যাকাণ্ডে মদদের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
৫ আগস্টের পর একটি হত্যাকাণ্ডের ঘটনায় তিনি প্রতিবেশী এক বিএনপি নেতার সহায়তায় তার আধিপত্য টিকিয়ে রাখেন বলে অভিযোগ করেছেন নির্যাতিত বিএনপি নেতাকর্মীরা।