close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

অস্ট্রেলিয়াকে ৮৪ রানে হারিয়ে ১ ম্যাচ হাতে রেখেই ওডিআই সিরিজ নিশ্চিত করল সফরকারী প্রোটিয়া বাহিনী।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
স্বাগতিক অস্ট্রেলিয়া এবং (সফররত) দক্ষিন আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ২য় ম্যাচ।..

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাককে-তে আজ সিরিজের ২য় ওয়ানডেতে মুখোমুখি হয় দুই প্রতিপক্ষ। টসে জয়লাভ করে সফরকারীরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। 

দঃ আফ্রিকা আজ তাদের ইনিংস খুব একটা স্বাচ্ছন্দ্যে শুরু করতে পারেনি। পাওয়ার প্লে-তেই তারা ২ উইকেট হারায়। অবশ্য তারা ৫৬ রানও তুলতে সক্ষম হয় (১ম ১০ ওভারে)। প্রোটিয়া ইনিংসে আজ সর্বোচ্চ জুটি হয় ৪র্থ উইকেটে। ৪ নাম্বারে নামা তরুণ তারকা ম্যাথিউ ব্রিজক্ এবং ট্রিস্টান স্টাবসের মধ্যে ঐ জুটিতে সংগৃহীত হয় ৮৯ রান (৯০ বলে)। ইনিংসের মূল অবদান ছিল ব্রিজকের। তিনি করেন ৮৮ রান ৭৮ বল খেলে। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়। স্টাবসের ব্যাট থেকে আসে ৭৪ (৮৭) রান ৩টি চার ও ১টি ছয়ের সহায়তায়। এছাড়া টনি ডি জর্জি করেন ৩৮ (৩৯) রান ৫টি বাউন্ডারি সহ। দঃ আফ্রিকার ইনিংস শেষ হয় ৪৯.১ ওভারে ২৭৭/১০ রানে। অসিদের পক্ষে অ্যাডাম জ্যাম্পা ৩টি এবং মার্নাস ল্যাবুশেন, জাভিয়ের বারলেট ও নাথান এলিস ২টি করে উইকেট লাভ করেন। 

২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারায় ৩৯ রান তুলতেই। তারপর তারা আর বেশি সুবিধা করতে পারেনি শুধু উইকেটকিপার জশ ইংলিশ ছাড়া। বিপর্যয়ের মধ্যে জশ ইংলিশ ৮৭ রান করেন মাত্র ৭৪ বলে ১০টি চার ও ২টি ছয় সহ। এছাড়া ক্যামেরন গ্রীন করেন ৩৫ (৫৪) রান ৩টি চারের সাহায্যে। অসিরা সবকটি উইকেট হারায় ৩৭.৪ ওভারে ১৯৩ রান সংগ্রহ করতেই। সফরকারীদের বোলিংয়ে লুঙ্গি এনগিডি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার বোলিং ফিগার ৮.৪-১-৪২-৫। এছাড়া নান্দ্রে বার্গার ও মুথুসামী ২টি করে উইকেট নেন। 

দঃ আফ্রিকা ৮৪ রানে এ ম্যাচ জিতে নেয়ার পাশাপাশি ১ ম্যাচ বাকি থাকতেই ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নেয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডানহাতি পেসার লুঙ্গি এনগিডি তার ৫ উইকেট লাভের জন্য।

Không có bình luận nào được tìm thấy