close

লাইক দিন পয়েন্ট জিতুন!

“ওসি ছিলেন ছাত্রলীগ সভাপতি, তাহলে কোথায় নিরপেক্ষতা?”-বিস্ফোরক মন্তব্য যুবদল নেতা আশিকুর রহমান মানিকে..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
থানায় বিএনপির তথাকথিত কিছু নেতার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন মানিক। তিনি বলেন, “যেখানে দেশের হাজারো নেতা-কর্মী মামলা-হামলা-নির্যাতনের শিকার হয়ে গুম-খুনের মুখোমুখি, সেখানে ভালুকা থানায় গিয়ে দেখি বিএনপির ..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি)–কে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বর্তমান ওসি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। এই প্রেক্ষাপটে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভালুকা উপজেলা শাখার যুবদল নেতা আশিকুর রহমান (মানিক)।

এক বিস্ফোরক মন্তব্যে তিনি বলেন, “গত ১৬ বছরে পুলিশের মতো গুরুত্বপূর্ণ সেক্টরসহ সবক্ষেত্রে যে নিয়োগ হয়েছে, তার প্রায় সবাই কোন না কোনভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এটা সংবিধানে উল্লিখিত মৌলিক মানবাধিকার এবং রাষ্ট্রের নিরপেক্ষতা নীতির স্পষ্ট লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “এই সরকার এতবড় ক্ষতি করেছে, যা কোনো স্বাভাবিক সরকার করতে পারে না। শুধুমাত্র একটি দলের লোকদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসিয়ে গোটা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এর ভয়াবহ পরিণতি অবশ্যই একদিন জাতিকে ভোগ করতে হবে।”

তাঁর ভাষায়, “কম্বলের লোম বাছতে বাছতে একসময় দেখা যাবে কম্বলটাই আর অবশিষ্ট নেই, কিন্তু লোম শেষ হবে না-এমন অবস্থায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এই ভয়াবহ দুঃশাসনের ছায়ায় ঘাপটি মেরে থাকা অনেক দোসর একদিন ছোবল মারবে-শুধু মোক্ষম সময়ের অপেক্ষা।”

থানায় বিএনপির তথাকথিত কিছু নেতার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন মানিক। তিনি বলেন, “যেখানে দেশের হাজারো নেতা-কর্মী মামলা-হামলা-নির্যাতনের শিকার হয়ে গুম-খুনের মুখোমুখি, সেখানে ভালুকা থানায় গিয়ে দেখি বিএনপির অনেক নেতা যেন ঈদের আমেজে আছেন। কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই-শুধু স্রোতের সঙ্গে গা ভাসিয়ে চলেছেন।”

তিনি ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, “বিএনপি কি ফ্যাসিস্টদের তালিকা ইউনুস সরকারের হাতে তুলে দিয়েছে? বলেছে কি, কে কোথায় থাকবে, কী করবে?”“এই দল কি শহীদ

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)? কোথায় তার আদর্শ, কোথায় তার নেতৃত্ব?”

Nessun commento trovato


News Card Generator