close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অষ্টমী স্নানে লাঙ্গলবনে ভক্তের ঢল, সেবায় নরসিংদী শাখা

Gourob Shaha avatar   
Gourob Shaha
****

লাঙ্গলবন, নারায়ণগঞ্জে অষ্টমী স্নানে হাজারো ভক্তের ঢল; সেবায় নিয়োজিত বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের নরসিংদী শাখা

 

নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক লাঙ্গলবনে আজ অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নান। এই পুণ্যতিথিতে হাজার হাজার ভক্ত সারাদেশ থেকে উপস্থিত হয়ে পবিত্র নদীতে স্নান করে আত্মশুদ্ধির আশায় অংশগ্রহণ করেন।

 

স্নান উপলক্ষে লাঙ্গলবন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা, পূজা-অর্চনা ও সামাজিক মিলনমেলায় মুখর ছিল গোটা এলাকা।

 

উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘের নরসিংদী জেলা শাখার একদল সেবামূলক সদস্য এই মহতী আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা স্নানার্থীদের সহায়তা, শৃঙ্খলা রক্ষা, দিকনির্দেশনা প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখেন।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “ধর্মীয় এবং মানবিক মূল্যবোধ থেকেই আমাদের এই অংশগ্রহণ। আমরা গর্বিত, এমন একটি বিশাল আয়োজনে মানুষের পাশে থেকে সেবা করতে পেরেছি।”

 

সাধারণ ভক্তদের মধ্যেও স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে প্রশংসা লক্ষ্য করা গেছে। তারা জানান, “স্নানের সময় এত মানুষের ভিড় সামাল দিতে সংগঠনের ছেলেরা যেভাবে দায়িত্ব পালন করেছে, তা প্রশংসার দাবি রাখে।”

 

অষ্টমী স্নান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন, আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে

Robayed Hasan raja
Robayed Hasan raja 7 月 前に
❤️❤️❤️
1 0 返事
もっと見せる


News Card Generator