close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির কারখানায় র‌্যাবের অভিযান, জরিমানা আদায়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার পাটকেলঘাটার মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে র‌্যাব..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির কারখানা গড়ে তোলার অভিযোগে র‌্যাবের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২ জুন '২৫) বিকালে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করে সাতক্ষীরা  র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত। অভিযানের নেতৃত্বে দেন সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম  পলাশ আহমেদ, সাতক্ষীরা র‌্যাব -৬ এর সিনিয়র এএসপি যায়নুদ্দীন জিয়াদসহ র‌্যাব সদস্যরা।


র‌্যাব কর্মকর্তা যায়নুদ্দীন জিহাদ জানান, ঈদ উল আযাহা  উপলক্ষে খাদ্য ভেজালসহ জানমালের নিরাপত্তা রক্ষায় অভিযান চালিয়ে আসছে র‌্যাব। তারই অংশ হিসাবে পাটকেলঘাটার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার পাশে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে প্রতিষ্ঠানের মালিক শিবুপদ ঘোষকে ২০ হাজার টাকার জরিমান প্রদান করেন নির্বাহী ম্যাজিট্রেড এস এম পলাশ আহমেদ। একই সাথে তাকে সর্তক করে দেওয়া হয়। তাদের এই অভিযান চলমান থাকবে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator