ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্টে দেবহাটার সখিপুরে প্রকল্প সমাপনী কর্মশালা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
দেবহাটার সখিপুরে অনুষ্ঠিত হলো ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্টের প্রকল্প সমাপনী কর্মশালা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে দেবহাটার সখিপুরে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে '২৫) সকাল ১০ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সিএসও হুমায়ন কবির ও আমেনা খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখিপুর ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য নজরুল ইসলা, শেখ মোয়াজ্জেম হোসেন, আবুল হোসেন, রেহানা পারভীন, সাজু পারভীন। সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সদস্য, সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপ, ক্ষুদ্র উদ্যোক্তা, ৫ বছরের নিচের শিশুর পিতা-মাতা এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে প্রকল্প সমাপনী এ কর্মশালায় ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত রায় সহ সকল ফ্রন্ট লাইন স্টাফ ইউএফ এবং সিপি এখানে উপস্থিত ছিলেন।

এসময় রাইট টু গ্রো প্রজেক্ট সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সদস্য এবং সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ে দেবহাটা ইউনিয়ন পরিষদের উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেন এবং রাইট টু গ্রো প্রজেক্ট ও দেবহাটা ইউনিয়ন পরিষদের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

No comments found


News Card Generator