দিন শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জো রুট। আরেকটি সেঞ্চুরির দোরগোড়ায় থাকা ইংলিশ ব্যাটারের সংগ্রহ ৯৯ রান। তার সঙ্গে ৩৯ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক বেন স্টোকস।
এজবাস্টনে ঐতিহাসিক জয় পেলেও লর্ডসে একাদশে পরিবর্তন এনেছে ভারত। বিশ্রাম শেষে দলে ফিরেছেন পেসার জাসপ্রিত বুমরাহ। জায়গা হারান প্রসিদ্ধ কৃষ্ণা।
শুরুটা অবশ্য ইংল্যান্ডের ভালো হয়নি। ইনিংসের ষষ্ঠ ওভারে ভারতের হয়ে আঘাত হানেন তরুণ পেসার নিতিশ কুমার রেড্ডি। তার একই ওভারে সাজঘরে ফেরেন দুই ওপেনার—বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ৪৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড।
সেই চাপ সামাল দেন জো রুট ও ওলি পোপ। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের ১০৯ রানের জুটিতে আবারও ম্যাচে ফেরে স্বাগতিকরা। তবে ৪৪ রান করে ফিরেন পোপ। পরের উইকেটটি তুলে নেন ফিরে আসা বুমরাহ—যিনি মাত্র ১১ রানে থামিয়ে দেন আগের টেস্টে সেঞ্চুরি পাওয়া হ্যারি ব্রুককে।
এরপর রুটকে সঙ্গ দেন স্টোকস। ধীর গতিতে হলেও দুজন মিলে ইনিংসকে স্থিতিশীলতা এনে দেন। ক্যারিয়ারের ৬৭তম অর্ধশতক তুলে নেওয়া রুট আছেন আরেকটি শতকের দ্বারপ্রান্তে। দিন শেষে তিনি অপরাজিত ৯৯ রানে। অন্য প্রান্তে অধিনায়ক স্টোকস অপরাজিত ৩৯ রানে।
ভারতের হয়ে প্রথম দিনে সবচেয়ে সফল বোলার রেড্ডি। তিনি নেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায়।