অজ্ঞাত যুবকের রক্তাক্ত দেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্নে মরদেহ উদ্ধার, পিবিআই তদন্তে মাঠে..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
অজ্ঞাত যুবকের রক্তাক্ত দেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্নে মরদেহ উদ্ধার, পিবিআই তদন্তে মাঠে..

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (বয়স আনুমানিক ৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সকাল ৮টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত যুবকের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা নির্মম হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত দেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কলাবাগানের ভেতর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে প্রথমে তারা হতচকিত হয়ে পড়েন। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, শনিবার (১৪ জুন) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে যায়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন— “নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

নৃশংস এই হত্যাকাণ্ড ঘিরে ধনারচরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিচয় এবং হত্যার পেছনের কারণ নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে পরিচয় শনাক্ত ও হত্যার মোটিভ উদঘাটনে অভিযান চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

No comments found


News Card Generator