নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজে ১৭ জুলাই বৃহস্পতিবার নবনির্বাচিত পূর্ণাঙ্গ গভর্নিং বডির (২০২৫-২০২৭) দায়িত্ব গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন - অধ্যাপক ডাঃ শামীম আহমেদ। তিনি বক্তব্যের শুরুতে কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মনির হোসেন খান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্মৃতিচারণ করেন। তিনি আরো বলেন, সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার তৈরি হলে শিক্ষার মান বৃদ্ধি পেলে সমাজ ও দেশের উন্নয়ন হবে। গভর্নিং বডির নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন- নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ শুধু চাঁদপুর নয়, বরং সমগ্র দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শিক্ষাঙ্গনের একটি মডেল হতে পারে। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা অর্জনে বর্তমান গভর্নিং বডির কার্যকর পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে দেন -নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমান। তিনি বলেন - অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মনির হোসেনসহ এলাকার সর্বসাধারণের প্রতি অর্থ, সম্পদ, শ্রম মেধা দিয়ে প্রতিষ্ঠান তৈরির অবদানের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন, আমরা এই প্রতিষ্ঠানকে শিক্ষার উৎকর্ষে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ। ছাত্রছাত্রীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। কলেজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও অবকাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজে অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ফাতেমা খাতুন খান, প্রতিষ্ঠাতা সদস্য মারুফ হোসেন খান বিজয়, বিশিষ্ট শিক্ষানুরাগী ওবায়েদুল্লাহ হাওলাদার, মতলব বার্তার সম্পাদক রোটারিয়ান মো: টারজান মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও গ্রীণ ফেয়ার কিন্ডার গার্ডেন এর সভাপতি তারেক ইমাম চৌধুরী, মতলব উত্তর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মুন্সী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী মামুন, ৫নং দুর্গাপুর ইউনিয়নের সভাপতি শামসুদ্দিন সরকার, ফ্রেন্ডস ৯৫ এর সহ-সভাপতি ও মতলব বার্তার বার্তা সম্পাদক মাহমুদুল হক চৌধুরী প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।