close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঐক্যমত্য কমিশনের রিপোর্ট 'অশ্বডিম্ব' তুললেন সমালোচক: জুলাই সনদ বাস্তবায়নে অনৈক্য, বিতর্কের মুখে কমিশনের সদস্য ও দলিল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রনি কমিশনের সদস্যদের অযোগ্যতা, অরুচিশীল পোশাক-আশাক এবং রিপোর্টের বিষয়বস্তুকে 'বিরক্তিকর দলিল' হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন।..

জাতীয় ঐক্যমত্য কমিশনের চূড়ান্ত রিপোর্ট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে 'অশ্বডিম্ব' বলে অভিহিত করে চরম হতাশা ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, রিপোর্ট তৈরি ও প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বদলে অনৈক্যের সুর তৈরি হয়েছে। রনি কমিশনের সদস্যদের অযোগ্যতা, অরুচিশীল পোশাক-আশাক এবং রিপোর্টের বিষয়বস্তুকে 'বিরক্তিকর দলিল' হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন।

গোলাম মাওলা রনি অভিযোগ করেন যে, জনগণের কাছে কমিশনের কর্তা ব্যক্তিদের পোশাক, কথাবার্তা, হেয়ার স্টাইল এবং রাজনৈতিক পটভূমি কোনো কিছুই পছন্দ হয়নি। তাঁর মতে, তাঁদের আচরণে রুচিশীলতা বা 'রাষ্ট্রনায়ক সুলভ' অটিটিউডের অভাব ছিল।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দেওয়ার সময়কার ছবি (ফটো সেশন) নিয়েও তিনি উপহাস করেন। তিনি মন্তব্য করেন, সদস্যদের দাঁড়ানোর ভঙ্গি, জুতো থেকে শুরু করে মুখমণ্ডল পর্যন্ত—কোথাও কোনো 'ঐক্য' বা 'সামঞ্জস্য' ছিল না।

কমিশনের প্রণীত দলিলের মান নিয়ে প্রশ্ন তুলে রনি রিপোর্টটিকে 'মাকাল ফলের' সঙ্গে তুলনা করেন, যা দেখতে সুন্দর হলেও ভেতরে কোনো ফলপ্রসূ উপাদান নেই। তিনি এটিকে 'বিরক্তিকর দলিল' হিসেবে অভিহিত করে বলেন, এই দলিল কোনো তরকারিতে দেওয়া 'তেজপাতার' মতো—যা সামান্য ঘ্রাণ সৃষ্টি করলেও কেউ খায় না এবং না দিলেও কোনো ক্ষতি নেই। তিনি দলিলের ভাষা এবং তাতে থাকা প্রসঙ্গগুলো একটির সঙ্গে অন্যটির সাংঘর্ষিক ও কনফ্লিক্ট সৃষ্টিকারী বলে দাবি করেন।

তিনি জানান, রাজনীতিবিদরা রিপোর্টের মধ্যে আশঙ্কা ও অনৈক্যের সুর খুঁজে পাচ্ছেন। তিনি উল্লেখ করেন, একজন রাজনৈতিক নেতা অভিযোগ করেছেন যে, যেসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে, তার বাইরে অনেক বিষয় এখানে সংযুক্ত করা হয়েছে।

সমালোচক এই ঘটনাকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিচারপতি খাইরুল হকের রায়ের সঙ্গে তুলনা করেন, যেখানে প্রাথমিক রায় পরিবর্তন করে পরবর্তীকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'খুশি' করার মতো বিষয় যুক্ত করার অভিযোগ ছিল।

গোলাম মাওলা রনি ভবিষ্যদ্বাণী করেন যে, এই রিপোর্ট এখন উৎসবের মাধ্যমে বিতরণ হবে, মানুষ পাঠ করবে, গণভোট নিয়ে বিতর্ক হবে; কিন্তু শেষ পর্যন্ত এটি দেশের বর্তমান সংকট দূরীকরণে 'টনিক' বা 'ঔষধ' হিসেবে কোনো দৃশ্যমান জনকল্যাণকর ফল বয়ে আনবে না।

No comments found


News Card Generator