close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঐ কিরে ঐ কিরে মধু মধু রসমালাই!

(এস.এম আল আমিন হোসেন) স্টাফ রিপোর্টার ঢাকা  avatar   
(এস.এম আল আমিন হোসেন) স্টাফ রিপোর্টার ঢাকা
ঐ কিরে ঐ কিরে মধু মধু রসমালাই!

মোহাম্মদ রনি, কারওয়ান বাজারের একজন অভিজ্ঞ তরমুজ বিক্রেতা, যিনি ১০ বছরেরও বেশি সময় ধরে এই পেশায় আছেন। তবে সম্প্রতি, তার ভিন্নধরনের ও মজার বিক্রির ধরন তাকে ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। তরমুজ বিক্রির সময় তিনি উৎসাহভরে বলেন, "ঐ কিরে! ঐ কিরে! মধু! মধু! রসমালাই! কারেন্ট!"—যা পথচারী ও ক্রেতাদের নজর কাড়ে।

 

তার এই অভিনব উপস্থাপনা শুধু বিনোদনই দিচ্ছে না, বরং ক্রেতাদের মনেও আনন্দ জাগিয়ে তুলছে। তার সাথে তিনি পাকা ও রসালো তরমুজ চিনতে পারেন, যা তার দীর্ঘ অভিজ্ঞতারই প্রমাণ। রনির এমন প্রাণবন্ত বিক্রয়ধারা মানুষকে আনন্দ দিচ্ছে, আর তিনি হয়ে উঠেছেন সামাজিক মাধ্যমে এক আলোচিত চরিত্র! 

ইতিমধ্যেই তার অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে বর্তমানে তার ভয়েস  এবং ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

 

শান্ মুক্তাদির আল-আমিন এইচ

স্টাফ রিপোর্টার আই নিউজ বিডি ঢাকা 

نظری یافت نشد


News Card Generator