close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

অগ্নি-মহড়া ও র‍্যালীর মধ্য দিয়ে কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত..

MD MOLLAH avatar   
MD MOLLAH
****

অগ্নি-মহড়া ও র‍্যালীর মধ্য দিয়ে কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে অগ্নি-নির্বাপণ মহড়া, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সোমবার (১৩ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

দিনটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নি-নির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিক করণীয়, আগুন নেভানোর পদ্ধতি এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে এ মহড়া ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউএনও এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, “দুর্যোগ হঠাৎ করেই আসে, কিন্তু পূর্বপ্রস্তুতি ও সমন্বিত উদ্যোগ থাকলে এর ক্ষয়ক্ষতি বহুলাংশে কমানো সম্ভব। ফায়ার সার্ভিসের মহড়াটি আমাদের শিখিয়েছে কীভাবে প্রাথমিক পর্যায়ে বিপদ মোকাবিলা করতে হয়। সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Nenhum comentário encontrado


News Card Generator